বার্মা রাজার অত্যাচারে বিতাড়িত রাখাইনদের একটি দল  ১৭৮৪ সালে রাঙ্গাবালি দ্বীপে এসে বসতি স্থাপন করে। মূলত এই সময় কাল থেকেই এই অঞ্চল ধীরে ধীরে জনপদে রূপলাভ করে।

গলাচিপা থানার পূর্বনাম ছিল “খলিসাখালি”। গলাচিপা থানা সদর দপ্তর স্থাপিত হয় ১৮৭৩ সালে। রামনাবাদ নদীর পাড়ে অবস্থিত এই ছোট্ট শহর একসময়কার বিখ্যাত নদীবন্দর। লোকমতে, রামনাবাদ নদী গলাচিপা নদীবন্দরের এই জায়গায় অনেকটা গলার মত সরু হয়ে প্রবাহিত হতো বলে এই জায়গার নাম হয় “গলাচিপা”।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পানপট্টি গ্রামে পাকসেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ৩ জন পাকসেনা নিহত হয়। ৮ মে পাকসেনারা চিকনিকান্দি ও ডাকুয়া গ্রামে হামলা চলিয়ে ২৯ জন গ্রামবাসীকে হত্যা করে এবং বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

উপজেলার জনসাধারন প্রকৃতিগতভাবেই উৎসব প্রিয়। এই জনপদের ধর্মীয় ও সমাজিক উৎসবগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহন লক্ষণীয়। এখানে প্রধান ধর্মীয় উৎসবগুলোর পাশাপাশি জগদাত্রীপূজা,নীল পূজা,মনসা পূজা, নাম কীর্তন, পৌষ সংক্রান্তিতে নবান্ন উৎসব উদযাপন করা হয়। সামাজিক উৎসবের মধ্যে পহেলা বৈশাখ,বৈশাখী মেলা,দয়াময়ীর মেলা প্রধান।

গলাচিপা উপজেলার বিভিন্ন তথ্য

  • আয়তন : ৯২৫.০৮ বর্গ কিঃ মিঃ
  • সংসদীয় এলাকার নাম : ১১৩ পটুয়াখালী-৩
  • মোট লোক সংখ্যা : ২,৫৮,৫২৫ জন (পরুষ – ১,২৭৭৫৯ জন , মহিলা – ১,৩০,৭৬৮ জন)
  • শিক্ষার হার: ৩৪.৮৯%
  • পৌরসভার সংখ্যা : ০১ টি
  • ইউনিয়ন পরিষদের সংখ্যা: ১২ টি
  • ইউনিয়ন পরিষদ কমপেক্স নির্মান: ০৮ টি
  • গ্রামের সংখ্যা : ২৩৬ টি
  • কলেজর সংখ্যা: ০৯ টি (এমপিওভুক্ত ০৬ টি )
  • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ৪৬ টি (এমপিওভুক্ত ৪৫ টি )
  • মাদ্রাসার সংখ্যা : ৩৭ টি (এমপিওভুক্ত ৩২ টি )
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ৮৮ টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৮৬ টি
  • মসজিদের সংখ্যা: ১০০১ টি
  • মন্দিরের সংখ্যা: ৫০ টি
  • পাঠাগার : ০১ টি
  • মোট নীট আবাদী ফসালী জমির পরিমান : ৬৯,৫০০ হেক্টর
  • মোট চরের সংখ্যা ও চর এলাকা: ৫২ টি ৬৪,৪৭৮.২৪ একর
  • বর্তমানে বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান: ৭৯৮.৯৬ একর
  • বন এলাকা : ২১,৯৫২.০০ একর
  • প্রধান প্রধান কৃষি ফসল: ধান, চিনাবাদাম, মিষ্টি আলু , মরিচ, খিসারী, তিল, সরিষা, তরমুজ, ও পান।
  • ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সংখ্যা: ১৯৮ টি (১ টি কুটির শিল্প )।
  • পাকা রাস্থা : ৮২ কিঃ মিঃ
  • কাচা রাস্থা: ১২৪১ কিঃ মিঃ
  • ঘূর্নিঝড় আশ্রয় কেন্দের সংখ্যা :  ৭৮ টি (মূল সাইক্লোন সেন্টার ১০ টি ও স্কুল কাম সাইক্লোন সেন্টার ৬৮ টি)
  • মাটির কিলা সংখ্যা: ০৬ টি
  • পোস্ট অফিসের সংখ্যা: ০১ টি
  • সাব পোস্ট অফিসের সংখ্যা: ২৪ টি
  • টেলিফোন একচেঞ্জ সংখ্যা: ০১ টি (ডিজিটাল)
  • পিসিও সংখ্যা: ০২ টি
  • ভিএইচ এফ: ১০ টি ও এইচ এফ ০১ টি
  • হাসপাতালের সংখ্যা: ০১ টি (৫০ শয্যা বিশিষ্ট)
  • ইউনিয়ন সাস্থ্য ও পঃ পঃ কেন্দ্র সংখ্যা: ০৯ টি
  • ইউনিয়ন উপ-সাস্থ্য কেন্দ্র সংখ্যা: ০৪ টি
  • পশু হাসপাতালের সংখ্যা : ০১ টি
  • পলী বিদ্যুৎ গ্রাহক সংখ্যা: ২৯২৬ টি
  • গ্রোথ সেন্টার সংখ্যা : ০৬ টি
  • মোট গভীর নলকুপের সংখ্যা : ৩৬০৫ টি
  • স্যনিটেশন কভারেজ: ৭১.৭১ %
  • থানার সংখ্যা : ০১ টি
  • গলাচিপা উপজেলার ভৌগলিক অবস্থান : 1639°N 90.4306°E  (উত্তরে পটুয়াখালী সদর,বাউফল ও দশমিনা উপজেলা, পূর্বে দশমিনা ও চরফ্যাশন উপেজলা, দক্ষিণে রাঙাবালি উপজেলা,পশ্চিমে আমতলী ও কলাপাড়া উপজেলা।)

তথ্যসূত্রঃ www.bangladesh.gov.bd, বাংলা একাডেমী।